সিরাজগঞ্জে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর
সিরাজগঞ্জে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামে ফুলকোচা কুন্দবাড়ী কালীমন্দিরে এ ঘটনা ঘটে।
আজ রোববার জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজন চাম্বুগং, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা কালীমন্দিরের দুটি প্রতিমার মাথা ভেঙে ফেলে। এর মধ্যে একটির মাথা নিয়ে যায় অপরটি মন্দিরে ফেলে যায়। সকালে স্থানীয় বাসিন্দারা মাথা কাটা প্রতিমা দেখে পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় মন্দিরের পক্ষে অধীর কুমার বাদী হয়ে মামলা করেছেন।
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বলেন, ‘প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি যেভাবে দেশের বিভিন্নস্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, লুটপাট ও মন্দির ভাঙচুর করা হচ্ছে- এতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অবিলম্বে এসব অপকর্ম বন্ধ করতে হবে। আর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এর দায়ভার সরকারকেই নিতেই হবে।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কোনো মন্তব্য করেননি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’ এ ছাড়া জেলার সব মন্দিরে পাহারার ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।