মাদারীপুরে বাসের ধাক্কায় নসিমনের তিন যাত্রী নিহত
মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনের তিন যাত্রী নিহত হয়েছে।
আজ শুক্রবার ১২টার দিকে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় ওই বাসটি যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনের দুই যাত্রী নিহত হন। তাঁরা হলেন সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের শিপর মাতুব্বর (৩২), হাসান মাতুব্বর (১৪)। একই ঘটনায় নিহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।