রাষ্ট্রপতিকে বিতর্কিত করতে চাইছে বিএনপি
বিএনপি রাষ্ট্রপতিকে বিতর্কিত করতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। ‘আওয়ামী পরিবারের লোকজনকে সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করায় জনগণের প্রত্যাশা পূরণ পুরোপুরি ব্যর্থ হয়েছে। আরেকটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে’, বিএনপির এমন প্রতিক্রিয়ার জবাবে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আবদুর রহমান বলেন, ‘বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারীদের নিয়ে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারীরা কোনো দলের হতে পারে না।’
এনটিভি অনলাইনকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ‘সার্চ কমিটিতে দলীয় লোকজন, এ ধরনের অভিযোগের ধুয়া তুলে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে বিতর্কিত করতে চাইছে বিএনপি। একই সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্বকে বিতর্কিত করার পাঁয়তারা চালাচ্ছে তারা।’
‘আমাদের সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে যে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক, এটা চায় কি না। আমাদের সন্দেহ হয়, অন্ধকার গলিপথ ধরে সংবিধানবহির্ভূতভভাবে কেউ ক্ষমতায় আসুক, সে গ্রাউন্ড বিএনপি তৈরি করছে কি না!’ বলেন আবদুর রহমান।