শীতার্ত শিক্ষার্থীদের বস্ত্র দিল উলিপুর ডটকম
উলিপুর ডটকমের উদ্যোগে উপজেলার বকশীগঞ্জ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে ২০০ দরিদ্র ছাত্র-ছাত্রীকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে সহযোগিতা দিয়েছে ওএসক্লিক নামের একটি প্রতিষ্ঠান।
বকশীগঞ্জ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ বুধবার সকাল ১১টার দিকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. সফিকুল ইসলাম, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সেকেন্দার আলী, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি পাঁচপীর স্টেশন শাখার সহসাধারণ সম্পাদক ইব্রাহীম পাঠান, উলিপুর ডটকমের সহসম্পাদক মাহাবুবার রহমান, জরীফ উদ্দীন, প্রতিবেদক সাহাদত হোসেন শুভ, আল সাবাহ্, শাহীনুর ইসলাম লিটন, ওয়ারেস আলী, মির্জা জালাল প্রমুখ।
শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।
এ সময় রকিব বলে, প্রচণ্ড ঠান্ডায় স্কুলে আসতে কষ্ট হয়। উলিপুর ডটকমের উদ্যোগে জ্যাকেট পেয়ে উপকার হয়েছে। এখন নিয়মিত স্কুলে আসা যাবে।