সার্চ কমিটির সুপারিশ করা নাম প্রকাশ করা উচিত হবে না
নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির সুপারিশ করা নাম গণমাধ্যমে প্রকাশ করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী আরো বলেন, রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করেছে। এখন সার্চ কমিটির দায়িত্ব সম্ভাব্য ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা। সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সার্চ কমিটির সবাই দায়িত্বশীল ব্যক্তি, তবু কেউ হয়তো রাষ্ট্রপতির কাছে তাঁদের সুপারিশ করা নাম ফাঁস করে দিতে পারেন। রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন উপহার দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগ নেতা বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি এবং সার্চ কমিটি ঠিক করবেন তাঁরা প্রস্তাবিত নাম মিডিয়ায় প্রকাশ করবেন কি করবেন না। আমার মনে হয়, এ ধরনের রিকমেন্ডেশন আগেভাগেই প্রকাশ করা উচিত নয়। আকাশে যখন চাঁদ উঠবে, সবাই দেখতে পাবে। কিন্তু তার আগে মিডিয়ায় প্রকাশ করা আমার মনে হয় ঠিক না। তারপরও গোপন থাকবে এ গ্যারান্টিও আমি দিতে পারছি না।’
গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর সার্চ কমিটির ছয় সদস্য রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনের জন্য নাম আহ্বান করেন। এরপর দলগুলোর জমা দেওয়া নামগুলো থেকে ২০ জনকে চূড়ান্ত করা হয়। তবে এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কয়েকটি রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নাম প্রকাশ পায়।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। এর আগেই কমিশনের পাঁচ সদস্যকে চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি।