পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ চায় পাহাড়ি ছাত্র পরিষদ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/21/photo-1487642420.jpg)
নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা পাঠ এবং পাঠ্য বইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শব্দটির পরিবর্তে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। সোমবার সকালে রাঙামাটি সরকারি কলেজের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিসিপি রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সম্রাট সুর চাকমার সভাপতিত্বে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ত্রিজিনাদ চাকমা। মানববন্ধনে অংশ নেন, জেলা পিসিপির সাধারণ সম্পাদক রিন্টু চাকমা,শহর পিসিপির সভাপতি পলাশ চাকমা,হিল হিউমেন ফেডারেশন রাঙামাটি সরকারি কলেজ শাখার সাধারন সম্পাদক দীপা চাকমা,কলেজের শিক্ষার্থী নান্টু চাকমা।
মানববন্ধনে বক্তারা বলেন,বর্তমান সরকার প্রতিটি জাতি গোষ্ঠির জন্য যে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে তা শুধু কথায় ও বক্তব্যে রয়েছে।কিন্তু বাস্তবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব মাতৃভাষার বই পৌঁছায়নি। তাছাড়া যে স্কুলগুলোতে বইগুলো পৌঁছেছে সেখানে চাহিদা মত বই দেওয়া হয়নি।
‘রাষ্ট্র ভাষা ও মাতৃভাষা এক নয়’ এমন মন্তব্য করে বক্তারা আরো বলেন, প্রতিটি জাতি গোষ্ঠির নিজ নিজ মাতৃভাষা রয়েছে। মাতৃভাষা হচ্ছে মায়ের মুখ থেকে সর্বপ্রথম যে ভাষা শিখে থাকে,সেটাই মাতৃভাষা।
কিন্তু ২১শে ফেব্রুয়ারী যে মাতৃভাষা পালন করা হয় তা কি সকলের মাতৃভাষা হতে পারে? বলেও প্রশ্ন করেন বক্তারা। বাংলা রাষ্ট্রভাষা হিসাবে পালিত হতে পারে।কিন্তু মাতৃভাষা তো হতে পারে না। বাংলাদেশে বসবাস করা অন্য অনেক জাতি গোষ্ঠি রয়েছে তাদের নিজস্ব ভাষা,বর্ণ রয়েছে। তাই এই দিনটি রাষ্ট্রভাষা দিবস হিসাবে পালন করার দাবি জানান বক্তারা।
এছাড়াও ভাষা হারিয়ে যাওয়ার অভিযোগ তুলে বক্তারা বলেন,নিজ নিজ ভাষার উপর অনেক জাতি গোষ্ঠি চর্চা করতে না পারায় এখন অনেক ভাষা বিলুপ্ত হয়েছে। আগামীতে অনেক ভাষাই হারিয়ে যাবে এমন মন্তব্য করেন। বক্তারা অবিলম্বে সকল আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবি জানান।