এমপি লিটনের বোনের গাড়িতে হামলা, ভাঙচুর
দুর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারীর গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান এনটিভিকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আফরোজ বারীর গাড়িতে হামলা হয়েছে। এ সময় গাড়িতে তাঁর সঙ্গে স্বামীও ছিলেন। গাড়িতে কারা হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে আওয়ামী লীগের এমপি লিটনকে গুলি করা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান বিমল চন্দ্র রায় রাত সাড়ে ৭টার কিছু পরে হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে সাংবাদিকদের সামনে এসে সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসক বিমল চন্দ্র রায় ব্রিফিংয়ে বলেন, লিটনকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। তাঁর শরীরে মোট পাঁচটি গুলি লেগেছে। এর মধ্যে দুটি গুলি লেগেছে বুকে আর তিনটি লেগেছে হাতে। একটি গুলি বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে রক্ষা করা যায়নি।