বান্দরবানে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত
বান্দরবানে মহেন্দ্র জিপের চাপায় নাজিম উদ্দিন (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাগ্নে রফিকুল ইসলাম (২৫) আহত হয়েছেন। রফিকুলের অবস্থা আশঙ্কাজনক।
আজ রোববার রাতে ৯টায় জেলা শহরে এ ঘটনা ঘটে। উভয়েই নির্মাণ শ্রমিক। শহরের লাঙ্গীপাড়া প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণকাজ করতেন। উভয়ে কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান জেলা শহরের জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের সামনে নাজিম ও রফিকুল রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির মহেন্দ্র জিপ উভয়কে চাপা দেয়। স্থানীয় বাসিন্দারা দুজনকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থা মামা নাজিম উদ্দিন মারা যান। আহত রফিকুলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় পুলিশ গাড়ি এবং চালক নাজিমকে আটক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, মহেন্দ্র জিপের ধাক্কায় একজন মারা গেছে। আহত অন্যজন চিকিৎসাধীন।