একজন শেখ হাসিনা থাকলে অনেক কিছু সম্ভব
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজনই যথেষ্ঠ।
গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলায় ৭৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন মন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার মতো যদি মানুষ থাকে, তাহলে অনেক কিছুই সম্ভব। একজন মুজিব বাংলাদেশ এনে দিয়েছেন। একজন শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার বিচার করে দিয়েছেন। একজন শেখ হাসিনা পদ্মা সেতু নিজের টাকায় করেন। একজন শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারেন।’
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মোজাম্মেল হোসেন , বাগেরহাট সদর আসনের এমপি মীর শওকাত আলী বাদশা প্রমুখ।
বক্তব্য শেষে মন্ত্রী বাগেরহাট বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরত ফাতেমা কারিগরি টেকনিক্যাল কলেজ, বাগেরহাট স্বাধীনতা উদ্যানে বিজ্ঞান মেলা ও বাগেরহাট পিটিআই স্কুলে মতবিনিময় সভা করেন।