লক্ষ্মীপুরে অর্থ আত্মসাতের অভিযোগে পিআইও আটক
লক্ষ্মীপুরে অর্থ আত্মসাতের অভিযোগে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে বরাদ্দ করা তিনটি প্রকল্পের দুই লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সদর উপজেলার নিজ কার্যালয় থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়।
সকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ রণজিত কুমার পাল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কাজে জেলা প্রশাসক ২৫ হাজার টাকা, লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য এক লাখ ২৫ হাজার টাকা, বিভাগীয় কমিশনার এক লাখ ৪৪ হাজার ৯৭৪ টাকা আলাদাভাবে বরাদ্দ দেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম কৌশলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে এক মাস আগেই এসব প্রকল্পের বরাদ্দ করা টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নেন।
সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে পিআইও সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।