ইউপি সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ প্রবাসীর স্ত্রী
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চরমার্টিন গ্রামে প্রবাসীর স্ত্রীকে (৩০) মারধর ও সিএনজি চালিত অটোরিকশা চালককে (২৫) বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার সকালে লক্ষ্মীপুরের স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তাঁর লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেন নির্যাতিতরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্যাতিত প্রবাসীর স্ত্রী রোকসানা আক্তার বলেন, ‘আমার স্বামী প্রবাসে (ওমান) থাকায় উত্তর চরমার্টিন গ্রামের কয়েক বখাটে আমাকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছিল। গত ২৩ এপ্রিল সকালে প্রতিবেশী সিএনজি চালিত অটোরিকশা চালক সালাহউদ্দিকে দিয়ে মোবাইল মেরামত করতে শহরে পাঠাই। সন্ধ্যায় মোবাইল নিয়ে আসলে চরমার্টিন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নানসহ তাঁর লোকজন আমার বাড়িতে এসে অনৈতিক কাজের নাটক সাজিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে আমাকে মারধর ও অটোরিকশার চালককে বেঁধে নির্যাতন করে।’
গৃহবধূ বলেন, ‘এ ঘটনায় আমার বাবা মাহমুদ উল্যাহ বাদী হয়ে গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১০ জনকে আসামি করে লক্ষ্মীপুর জজ আদালতে একটি মামলা করেন।’
সংবাদ সম্মেলনে নির্যাতিত অটোরিকশার চালক সালাউদ্দিনের স্ত্রী স্বপ্না আক্তার বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন থেকে ওই পরিবারসহ আশপাশের প্রতিবেশীদের অটোরিকশায় বহন করেন। ওইদিন সন্ধ্যায় একটি মোবাইল ফোন মেরামত করে প্রবাসীর বাড়িতে গেলে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে মেম্বার ও তাঁর লোকজন আমার স্বামীকে নির্যাতন করে। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।’
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীর স্ত্রীর মা রোকসানা আক্তার, নির্যাতিত সিএনজিচালিত অটোরিকশার চালক সালাহউদ্দিনসহ তাঁদের পরিবারের সদস্যরা।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পর তদন্তের জন্য সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।