লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৪ নেতাকে বহিষ্কার
সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে লক্ষ্মীপুরে ছাত্রলীগের চার নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক সেবাব নেওয়াজ, সহসম্পাদক পলক আহম্মদ, সদস্য পিয়াস পাঠান ও পৌর ছাত্রলীগের সদস্য মিনহাজ আলম সজীব।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল রোববার রাতে লক্ষ্মীপুর শহরের ছাত্রলীগকর্মী সিফাত ও অন্তরের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগে ছাত্রলীগের চার নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।