একসঙ্গে এসএসসি পাস, ছেলের চেয়ে মায়ের ফল ভালো
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একই সঙ্গে এসএসসি পাস করেছে মা ও ছেলে। বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের মিষ্টির দোকানি দেবব্রত কুণ্ডুর স্ত্রী মলি রানী কুণ্ডু (৩৭) ও তাঁর ছেলে মৃন্ময় কুণ্ডু (১৬) পৃথক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয় দুজনই। মা মলি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪ দশমিক ৫৩ পেয়ে এসএসসি পাস করেন। ছেলে মৃন্ময় কুণ্ডু বাগাতিপাড়া মডেল পাইলট স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছে জিপিএ ৪ দশমিক ৪৩।
এদিকে, নিজের সাফল্যে আবেগ-আপ্লুত হয়ে পড়েন মলি। এসএসসি পাস করে আনন্দ ধরে রাখতে পারছেন না তিনি। এমনকি ছেলের চেয়ে পয়েন্ট বেশি পাওয়ায় বেশ ভালোই লাগছে বলে জানান মলি কুণ্ডু। পড়াশোনা ও পরীক্ষায় পাস করা নিয়ে ছেলের সঙ্গে তাঁর লড়াইও হতো বলে জানান তিনি। পাস করে ছেলেকেও দেখিয়েছেন বলে জানান তিনি। আর্থিক সঙ্গতি হলে ছেলেদের সঙ্গে নিজে আরো পড়াশোনা করতে চান মলি।
এদিকে, মায়ের সঙ্গে এসএসসি পাস করতে পেরে খুশি ছেলে মৃন্ময়। মায়ের ফল তার চেয়ে ভালো হওয়ায় সামনের পরীক্ষায় আরো ভালো ফল করার চেষ্টা করবে বলে জানায় ছেলে।
বেজায় খুশি মলির স্বামী দেবব্রত কুণ্ডু। স্ত্রী ও ছেলে একসঙ্গে এসএসসি পাস করায় আজকের দিনটি তাঁর জন্য স্মরণীয় বলে জানান তিনি। স্ত্রীর প্রশংসা করে দেবব্রত জানান, মলি প্রমাণ করেছে সে খুবই পরিশ্রমী নারী। তাঁর আশা, সরকারের কাছ থেকে সহযোগিতা পেলে সামনে আরো ভালো করবে সে।
স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ মা-ছেলের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, প্রতিভা, দক্ষতা ও একাগ্রতা থাকলে সব কিছুকে জয় করা যায়। ঘর-সংসার সামলানোর পর এ বয়সে পড়াশোনা করে পাস করে মলি রানী নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। তিনি আরো এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন সাংসদ।