লক্ষ্মীপুরে নৌকাডুবে ২ জেলের মৃত্যু, নিখোঁজ ১
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে মাছ শিকারের সময় কালবৈশাখীর ঝড়ে নৌকা ডুবিতে বাগন আলী (১৫) ও নূর নবী (৪২) নামের দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মো. হেলাল (৩২) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার সকালে নদী থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝড়ের কবলে পড়ে জেলে নৌকা।
নিহত বাগন আলী উপজেলার বালুর চর গ্রামের হারুনের ছেলে। নূর নবী ওই এলাকার বাসিন্দা। নিখোঁজ হেলালের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
রামগতি থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলে নৌকা ঝড়ের কবলে পড়ে। এতে নৌকা উল্টে চার জেলে নদীতে পড়ে যান। তাৎক্ষণিক তিন জেলে নদীতে ডুবে যান। একজনকে অন্য নৌকার জেলেরা উদ্ধার করেন। সকালে দুই জেলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।