বান্দরবানে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/19/photo-1495131588.jpg)
বান্দরবান সদর উপজেলায় রাজার পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশপাশের বাসিন্দারা রাজার পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলের পাশেই রাজারমাঠে মাসব্যাপী তাতঁ বস্ত্র মেলা চলছে। যুবকটি মেলা দেখতে এসে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল জানান,উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।