পটুয়াখালীতে ঈদের জামাত অনুষ্ঠিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/25/photo-1498411709.jpg)
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় আজ রোববার পালিত হয়েছে ঈদুল ফিতর। জেলার বাউফল, কলাপাড়া, গলাচিপা, দশমিনা ও সদর উপজেলার প্রায় ৩৫টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ আগাম পবিত্র ঈদুল ফিতর পালন করেছেন।
সকাল ১০টায় পটুয়াখালীর বদরপুর দরবার শরিফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামায়াত পরিচালনা করেন হাফেজ ড. বাকী বিল্লাহ মেসকাদ চৌধুরী।
১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে একই দিনে তারা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকে।
স্থানীয়ভাবে ওইসব গ্রামবাসী চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও বদরপুর দরবার শরিফ এবং চানটুপির অনুসারী হিসেবে পরিচিত।