ফোনের সূত্র ধরে ফরহাদ মজহারের অবস্থান নির্ণয়ের চেষ্টা
অপহরণের অভিযোগ ওঠা বিশিষ্ট কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের টেলিফোনের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে তাঁর অবস্থান নিশ্চিতের চেষ্টা করছে পুলিশ।
আজ সোমবার বিকেলে নিজ কার্যালয়ের সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
সাংবাদিকদের বিপ্লব কুমার সরকার জানান, ফরহাদ মজহারের পরিবারের লোকজন থানায় গিয়ে অভিযোগ করেন যে সকাল থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। অভিযোগ পাওয়ার পর দ্রুত পুলিশ সদস্যরা তাঁর বাসায় যান। সেখান থেকে তথ্য সংগ্রহ শুরু করেন তাঁরা। জানা যায়, ফরহাদ মজহার প্রতিদিন ভোর ৪টা সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠতেন। এরপর তিনি তাঁর ব্যক্তিগত কম্পিউটারে লেখালেখির কাজ করতেন। তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, ভোর পৌনে ৫টার দিকে তিনি ফরহাদ মজহারের কম্পিউটারে কাজ করার কোনো শব্দ শুনতে পাচ্ছিলেন না। এরপর তিনি তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। ভোর ৫টা ২৯ মিনিটে ফরহাদ মজহারের ব্যবহার করা মোবাইল নম্বর থেকে তাঁর স্ত্রীর কাছে ফোন আসে এবং ফোনে তিনি তাঁর স্ত্রীকে জানান, ‘কে বা কারা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচাও।’
বিপ্লব আরো জানান, ফরহাদ মজহারের বাসার মেইন গেটে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তাঁরা। সেখানে দেখা যায় ভোর ৫.০৫ মিনিটে ফরহাদ মজহার দারোয়ানকে গেট খুলে দেওয়ার জন্য বলছেন। এরপর দারোয়ান গেট খুলে দিলে তিনি খুব স্বাভাবিকভাবেই বের হয়ে যান।
এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য ভবনটির আশপাশের অন্যান্য ভবনের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের অভিযোগের বিষয়ে বিপ্লব কুমার সরকার বলেন, ‘তাঁকে আসলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে কি না অথবা কারা নিয়ে গেছে সেসব বিষয়ই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সকাল থেকেই তাঁর ফোন নম্বর বন্ধ ছিল। তবে যে কয়েকবার ফোনটি খোলা হয়েছে তখন তার লোকেশন ট্রেস করা হয়েছে।’