ফরহাদকে সাধারণ চোর-চোট্টা কিডন্যাপ করে নাই : ডা. জাফরুল্লাহ
‘অপহৃত’ কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ফরহাদ মজহারের মতো একজন ব্যক্তি অপহরণ হয়েছে, প্রধানমন্ত্রী এটা জানেন না, হতে পারে না। ফরহাদকে কোনো সাধারণ চোর-চোট্টা কিডন্যাপ করে নাই। তাই তারা চাইলেই সকালের মধ্যে তাঁকে ফিরিয়ে দিতে পারবে।’
আজ সোমবার রাত ১০টার দিকে রাজধানীর শ্যামলীর রিং রোডের ১ নম্বর বাসার তৃতীয় তলার ফ্ল্যাটে সাংবাদিকদের এ সব কথা বলেন ডা. জাফরুল্লাহ। এর আগে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার ও মেয়ে সমতুলি হক।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘ফরহাদ মজহার যেটাকে সত্য মনে করেছেন তিনি সব সময় তাই বলেছেন। তিনি অত্যন্ত দেশপ্রেমিক। তাঁকে হারানো মানে দেশ ও সরকারের জন্য বড় একটা ব্যর্থতা। কাজেই আমরা সরকারের কাছে আবেদন জানাই, কাল সকালের মধ্যেই তাঁকে ফিরিয়ে দিতে হবে।’
এর আগে আজ বিকেলে ফরহাদ মজহারের রাজধানীর শ্যামলী রিং রোডের এক নম্বর বাড়িতে তাঁর বন্ধু গৌতম দাস সাংবাদিকদের জানান, ভোর ৫টার দিকে শ্যামলীর রিং রোডের এক নম্বর বাসার সামনে থেকে কে বা কারা ফরহাদ মজহারকে অপহরণ করে নিয়ে গেছে। তাঁকে নিয়ে যাওয়ার আধ ঘণ্টা পর ফরহাদ মজহারের মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রীর কাছে টেলিফোন আসে। ফোনে ফরহাদ মজহার বলেন, ‘আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এ কথা বলেই তিনি ফোনটি কেটে দেন।
এরপর বিষয়টি আদাবর থানার পুলিশকে জানানো হয় বলে জানান গৌতম। তিনি বলেন, পুলিশ প্রশাসন ফরহাদ মজহারকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।