মারে-নাদালের দারুণ শুরু
উইম্বলডনে দারুণ শুরু করলেন নাম্বার ওয়ান অ্যান্ডি মারে ও ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। এদিন কোমরে চোট নিয়েই মাঠে নামেন অ্যান্ডি মারে। সহজ প্রতিপক্ষের সামনে ইনজুরি খুব বড় একটা বাধা হয়ে দাঁড়ায়নি। কাজাখস্তানের আলেকজান্ডার বুবলিককে ৬-১, ৬-৪ ও ৬-২ সেটে হারান মারে। র্যাংকিংয়ের ১৩৫তম অবস্থানে থাকা কাজাখ প্রতিপক্ষকে হারাতে মাত্র পৌনে দুই ঘণ্টা সময় নিয়েছেন এই ব্রিটিশ তারকা। প্রথম সেটে বুবলিককে এক প্রকার উড়িয়েই দিয়েছেন মারে। দ্বিতীয় সেটে বুবলিক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মারের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি। তৃতীয় সেটটাও সহজে জিতে নেন তিনি।
সহজ জয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে বেশ খুশি অ্যান্ডি মারে। তিনি বলেন, ‘শরীরে ব্যথা নিয়ে খেলাটা কষ্টকর ছিল। তবে প্রথম ম্যাচে সহজে জয় পেয়ে ভালো লাগছে।’
সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা রাফায়েল নাদালও সহজ জয়ে টুর্নামেন্ট শুরু করেছেন। প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার জন মিলম্যানকে হারিয়েছেন তিনি। ৬-১, ৬-৩, ৬-২ সেটের সহজ জয় তুলে নিয়েছেন লাল কোর্টের রাজাখ্যাত নাদাল। মিলম্যানকে হারাতে নাদাল সময় নিয়েছেন মাত্র এক ঘণ্টা ৪৬ মিনিট। এটি নাদালের ক্যারিয়ারের ৮৫০তম জয়। নাদালের সামনে এখন রয়েছেন মাত্র ছয়জন। বর্তমানে খেলা টেনিস তারকাদের মধ্যে নাদালের চেয়ে বেশি জয় রয়েছে কেবল রজার ফেদেরারের (১১০৪)। আর ২৭টি ম্যাচ জিতলে সাবেক কিংবদন্তি আন্দ্রে আগাসি (৮৭০) ও জন ম্যাকেনরোকে (৮৭৭) ছাড়িয়ে যাবেন নাদাল। উইম্বলডনে নাদালের এটি ৫০তম জয়।
সহজ জয়ের পর নাদাল বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এখন পরের রাউন্ডে। দারুণভাবে টুর্নামেন্টটা শুরু করেছি বলে ভালো লাগছে। আরো ইতিবাচক বিষয় হচ্ছে, শুরুটা যেভাবে চেয়েছি, সেভাবেই হয়েছে।’ এই ম্যাচ দিয়ে দুই বছর পর উইম্বলডনে ফিরলেন নাদাল।