সেমিতেই থেমে গেল স্লোভাক সেনসেশনের চমক
এর আগে কখনই কোনো গ্রান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠতে পারেননি মাগদালেনা রাইবারিকোভা। ২০১৫ সালের উইম্বলডনে তৃতীয় রাউন্ডে খেলেন এই স্লোভকিয়ান টেনিস তারকা। তবে এবারের উম্বলডনের দ্বিতীয় রাউন্ডে র্যাংকিংয়ের তৃতীয় স্থানে থাকা ক্যারোলিন প্লিসকোভাকে হারিয়ে রীতিমতো হইচই ফেলে দেন এই স্লোভাক সেনসেশন। তৃতীয় ও চতুর্থ রাউন্ডের বাধা সহজে পার হলেও কোয়ার্টার ফাইনালে আরেক তারকা কোকো ভেনডিওয়েহকে হারান তিনি। তবে সেমিফাইনালে গার্বাইন মুরুরুজার সঙ্গে আর পেলে উঠলেন না তিনি।
সেমিফাইনালে ৬-১, ৬-১ সেটে হেরে উইম্বলডন থেকে বিদায় নিলেন এই স্লোভাক তরুণী। গত বছর ফ্রেঞ্চ ওপেনের পর এই প্রথম কোনো গ্রান্ড স্ল্যামের ফাইনাল উঠলেন স্প্যানিশ সুন্দরী মুগুরুজা। ভেনাস উইলিয়ামস ও জোহান্না কন্তার লড়াইয়ে বিজয়ীর সঙ্গে ফাইনালে খেলবেন তিনি।
উইম্বলডনের সেন্টার কোর্টে মাত্র এক ঘণ্টার লড়াইয়ে ম্যাচটা জিতে নেন মুগুরুজা। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটেও রাইবারিকোভাকে উড়িয়ে দেন স্প্যানিশ তারকা। এর ফলে ১৯৯৪ সালের পর প্রথম স্প্যানিশ নারী তারকা হিসেবে উইম্বলডন গ্র্যান্ডস্লাম জেতার সুযোগ থাকছে মুগুরুজার সামনে। এর আগে ১৯৯৪ সালে কনচিতা মার্টিনেজ দেশটির হয়ে উইম্বলডনের শিরোপা জেতেন।
ফাইনালে ওঠার পর দারুণ খুশি মুরুরুজা। তিনি বলেন, ‘সত্যিই দারুণ লাগছে। নিজের ওপর ভরসা ছিল। সত্যি বলতে ফাইনালে ওঠার পর প্রত্যাশাটা আরো বেড়ে গেল। ফাইনালে যাকেই পাই না কেন, ট্রফিতে চোখ থাকবে আমার।’ এর আগে অ্যাঞ্জেলিক কেরবার, সভেতলিনা কুজেনসেভার মতো তারকাদের হারিয়ে সেমিফাইনালে ওঠেন মুরুরুজা।