পাঁচ বছর পর উইম্বলডনের ফাইনালে ফেদেরার
রজার ফেদেরারের জন্য টমাস বার্চিড খুব শক্ত কোনো প্রতিপক্ষ নন। সর্বশেষ সাত লড়াইয়ে সবকটিতেই জিতেছেন ফেড এক্সপ্রেস। আর সব মিলিয়ে ২৪ লড়াইয়ে সুইস তারকার জয় ১৮ ম্যাচে। তাই অনেকেই লড়াইয়ের আগে ফেদেরারকে উইম্বলডনের ফাইনালিস্ট মনে করছিলেন। হলোও সেটা। র্যাংকিংয়ে তিন নম্বরে থাকা ফেদেরারের সঙ্গে পেরে উঠলেন না চেক প্রজাতন্ত্রের তারকা বার্ডিচ। ম্যাচটা জিততে ফেদেরারের সময় লেগেছে সোয়া দুই ঘণ।টা। ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার মারিন চিলিচ। ক্রোয়েট এই তারকা দ্বিতীয়বারের মতো কোনো গ্রান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন। ২০১৪ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠেন তিনি।
ফেদেরার মাত্র দুই ঘণ্টার লড়াইয়ে ফাইনালে উঠলেও ম্যাচটা আসলেই সহজ ছিল না। ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪) ও ৬-৪ সেটে জিতে ফাইনালে উঠলেন ফেদেরার। ফলাফল দেখেই বোঝা যাচ্ছে, বার্চিডের বিপক্ষে সহজে পার পাননি ফেড এক্সপ্রেস। প্রথম দুটি সেটেই টাইব্রেকারে জিততে হয়ে তাঁকে। তৃতীয় সেটটা অবশ্য বেশ সহজেই জিতে নিয়েছেন রজার ফেদেরার। এ নিয়ে পাঁচ বছর পর আবার উইম্বলডন জয়ের সামনে রয়েছেন সাবেক এই নম্বর ওয়ান টেনিস তারকা। সর্বশেষ ২০১২ সালে এই প্রতিযোগিতা জেতেন তিনি।
ইনজুরির কারণে একটা সময় টেনিস থেকে হারিয়ে যেতে বসা ফেদেরারের যেন বিশ্বাসই হচ্ছে না যে তিনি উইম্বলডনের ফাইনালে উঠেছেন। ম্যাচটা জয়ের পর এই সুইস তারকা বলেন, ‘সত্যিই আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। ফাইনালে খেলব এটা কখনই মনে হয়নি আমার। এখানে ফাইনালে খেলাটা বিশাল সৌভাগ্যের। খুব কম খেলোয়াড় আছে যারা এটা করতে পেরেছে। আর সেখানে আমি অষ্টমবারের মতো ফাইনালে খেলব, এটা আসলেই অসাধারণ।’