ডিবি কার্যালয়ে ফরহাদ মজহার
অপহরণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) শাখার কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
ডিবির এই কর্মকর্তা জানান, অপহরণের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আজ ফরহাদ মজহারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে ৩ জুলাই অপহরণের পর ৪ জুলাই তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
আবদুল বাতেন বলেন, এখন পর্যন্ত অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা গেলে এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেত।
৩ জুলাই সোমবার বিকেলে ফরহাদ মজহারের বন্ধু গৌতম দাস সাংবাদিকদের জানিয়েছিলেন, ভোর ৫টার দিকে শ্যামলীর রিং রোডের ১ নম্বর বাসার সামনে থেকে কে বা কারা ফরহাদ মজহারকে অপহরণ করে নিয়ে গেছে। ‘উঠিয়ে নিয়ে যাওয়া’র আধা ঘণ্টা পর ফরহাদ মজহারের মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রীর কাছে টেলিফোন আসে। ফোনে ফরহাদ মজহার বলেন, ‘আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এ কথা বলেই তিনি ফোনটি কেটে দেন।
সোমবার রাতেই যশোরের নওয়াপাড়ায় হদিস মেলে ফরহাদ মজহারের। সেখান থেকে তাঁকে পরের দিন রাজধানীর আদাবর থানায় নেওয়া হয়। আদাবর থানা থেকে একই দিনে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।