স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নাসিমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী মোজাম্মেল হকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।
লক্ষ্মীপুর জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মোজাম্মেল হক পলাতক।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৬ আগস্ট রামগঞ্জ উপজেলার কাজিরখিল গ্রামে আসামি মোজাম্মেল হক তাঁর নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমা আক্তারকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে স্বজনরা স্বামীর বাড়িতে গিয়ে নাসিমার লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান।
এ ঘটনার পরদিন নিহতের ভাই মমিন উল্লাহ বাদী হয়ে মোজাম্মেল হককে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ নভেম্বর শুধু মোজাম্মেল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২০০৯ সালের ৩ মার্চ আদালত অভিযোগপত্র আমলে নিয়ে মোজাম্মেলের বিচারকাজ শুরু করেন।
আদালত আসামি ও বাদীপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানিতে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।