মালয়েশিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/06/photo-1504673928.jpg)
বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কুয়ালালামপুরের একটি হোটেলে ওই আয়োজন করে মালয়েশিয়া বিএনপি।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘রাজনীতিহীনতার কারণে দেশে এখন চরম ক্রান্তিকাল চলছে। এই সংকট সমাধানে প্রয়োজন দলীয় প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন।’
বক্তারা বলেন, ‘গণতন্ত্র হত্যায় সরকারের যাঁরা এই অপকর্মের সঙ্গে লিপ্ত আছেন, যাঁরা মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন, তাঁদের দিন ফুরিয়ে এসেছে। আজকে মানুষ জেগে উঠছে এবং মানুষ তাঁদের পরাজিত করবে।’
মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহর সভাপতিত্বে ও মালয়েশিয়া বিএনপির সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশিরের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ূম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররাফ হোসেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, অর্থ সম্পাদক এম এ কালাম, মালয়েশিয়া যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মনজু খাঁ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, অর্থ সম্পাদক দেওয়ান আবদুল হাকিম, মালয়েশিয়া মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ বাদল আহমেদ, কেলাং বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, মালয়েশিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।