নাদালের হাতেই ইউএস ওপেনের শিরোপা
ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন। তাই এবারের ইউএস ওপেনের শিরোপা যে রাফায়েল নাদালের হাতেই উঠছে, তা আগেই কিছুটা অনুমেয় ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে, বিশ্বের এক নম্বর খেলোয়াড়টি জিতে নিয়েছেন এই শিরোপা।
গতকাল রোববার রাতে ইউএস ওপেনের ফাইনালে নাদাল ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে জিতেন। এটি তাঁর ১৬তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। আর ইউএস ওপেনের তৃতীয়।
এ বছর দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নাদাল। গত জুনে তিনি ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
১৬টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে নাদাল ফ্রেঞ্চ ওপেনের ১০টি শিরোপা জিতেছেন। এ ছাড়া ইউএস ওপেন তিনটি, উইম্বলডন দুটি ও একটি অস্ট্রেলিয়ান ওপেন জিতেন। তাঁর চেয়ে তিনটি শিরোপা বেশি জিতে এগিয়ে আাছেন রাফায়েল নাদাল।
এই শিরোপা জিতে দারুণ খুশি নাদাল। বলেছেনও, ‘এ বছরটি দারুণ কেটেছে আমার। তাই সাফল্যগুলো সত্যিই অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কাছে।’