মাদ্রিদে নোয়াখালী অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত
স্পেনের রাজধানী মাদ্রিদে স্থানীয় এক রেঁস্তোরায় নোয়াখালী অ্যাসোসিয়েশনের প্রথম কার্যকরী পরিষদ ও উপদেষ্টামন্ডলীর বাৎসরিক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা সভার শুরুতেই উপদেষ্টা মন্ডলী ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। নোয়াখালী অ্যাসোসিয়েশন দলমত ও আঞ্চলিকতার উর্ধ্বে সকল প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভাটি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বেলাল আহমেদের সভাপতিত্বে এবং সহ সভাপতি মীর মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্ঠা শহীদ আজিজ, বেলায়েন হোসেন ও আবু বকর। এছাড়া আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক জাবের হোসেন,সহ সাধারন মো. আলম, সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন আরাফাত, সহ সভাপতি কামরুল ইসলাম, মনির হোসেন বাবুল, সহ সভাপতি মনির হোসেন বাবুল,নুরু,সাখাওয়াত হোসেন ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম।
সংগঠনটি পরিচালনায় সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন নোয়াখালী অ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক আবুল কাশেম। তিনি মান্নান বাংলা স্কুলের স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহনের ঘোষনা দেন এবং বিভিন্ন জাতীয় দিবস সমূহ যথার্থ মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেন।
সভাপতির বক্তব্যে মো. সেলিম হোসেন আগামী দিনে বৃহ্ত্তম নোয়াখালীবাসীর এই বন্ধনকে আরো ভাল ভাবে দাঁড় করানোর উপর গুরুত্ব আরোপ করেন। মান্নান বাংলা স্কুলের কার্যক্রম পরিচালনা করার জন্য একটি ছায়া কমিটি গঠনের ঘোষনা দেন। বিশেষ এই আলোচনা সভা হতে আগামী দিনে স্পেনের আইনের আওতায় বৃহত্তর নোয়াখালী সমবায় সমিতি লি. নামে একটি সমবায় সমিতি গঠনের ঘোষনা করা হয়।