সৌদি আরবের দাম্মামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/10/29/photo-1509292919.jpg)
সৌদি আরবের দাম্মাম শহরে নানা আয়োজনে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শনিবার দাম্মামে প্রবাসী চট্টগ্রাম যুবদলের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি শুরু করা হয়। সভাপতিত্ব করেন সিকান্দর আলী পিয়ারু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনছুর আহম্মদ।
সভায় বক্তব্য দেন নিয়ামত উল্লাহ, আবু আনসারী টুটুল, আজম খান, আবদুল আলীম, লোকমানুল হক, সফি মাহমুদ, মোহাম্মদ সেলিম রফিক, আলাউদ্দীন, মোরশেদ আলম, আবদুস সালাম, খোরশেদ আলম ও সমানুল হক শরীফ খোকন প্রমুখ।
সভায় বক্তারা দেশে আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে সহায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।
এ সময় সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দাম্মাম ও তার আশপাশে এলাকার বিপুল প্রবাসী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।