স্লোগান দেওয়া নিয়ে আ. লীগের দুই পক্ষে সংঘর্ষ
লক্ষ্মীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১২ নেতাকর্মী আহত হয়।
স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার চন্দ্রগঞ্জের গণমিলনাতয়নে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। উত্তেজিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আহত ব্যক্তিরা হলেন স্থানীয় যুবলীগ নেতা মোরশেদ আলম, ফয়সাল হোসেন, রাসেল, রনজিৎ, তাজু, ছাত্রলীগ নেতা সজিব, মো. শাকিল, রাকিব হোসেন ও শুভসহ ১২ জন। তাদের সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আগামী ২৯ নভেম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণমিলনায়তনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়নসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। একপর্যায়ে দুই পক্ষের লোকজন স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু চেয়ার টেবিল ভাঙচুর করা হয়।
চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।