লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চর ফলোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের কৃষক হাছান আহমেদ চৌধুরীর মেয়ে তনু (সাড়ে ৪ বছর) ও ছেলে পিয়াস (৩)। এ ঘটনায় শিশুর পরিবার ও এলাকাবাসী শোকাহত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে তনু ও পিয়াস বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত পিয়াস পানিতে পড়ে যায়। তাকে ওঠাতে গিয়ে তনুও পানিতে ডুবে যায়। পরে মরদেহ পানিতে ভেসে উঠলে তাদের উদ্ধার করা হয়।
রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী সুমন বলেন, ঘটনাটি মর্মান্তিক। এ খবর শুনে ইউপি সদস্যকে সেখানে পাঠানো হয়েছে। পরিবারের সচেতনতাই পারে এ ধরনের দুর্ঘটনা রোধ করতে।