লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় এস এম কে নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ওই নারীর নাম ফাতেমা বেগম। তাঁর বাড়ি সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামে।
রোগীর মৃত্যুর ঘটনায় এক চিকিৎসকসহ চারজনকে আটকের খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফাতেমার ভাই ইসমাইল হোসেনের ভাষ্য, ফাতেমা জরায়ুর টিউমার নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে চন্দ্রগঞ্জের এস এম কে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসক কাজী ফয়েজা আক্তারের তত্ত্বাবধানে তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোররাতে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে স্বজনদের খোঁজ করেন চিকিৎসক। এ সময় ফাতেমাকে ওই হাসপাতাল থেকে কুমিল্লায় নিয়ে যেতে বলা হয়। বিষয়টি স্বজনদের কাছে সন্দেহজনক মনে হয়। পরে তাঁরা জানতে পারেন, ফাতেমা মারা গেছেন।
ইসমাইলের দাবি, ভুল চিকিৎসায় তাঁর বোনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আটকের বিষয়ে জানতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে কলটি রিসিভ হয়নি।
ঘটনার খবর পেয়ে ওই হাসপাতালে গিয়ে কোনো চিকিৎসক বা কর্মচারীকে পাওয়া যায়নি।