লক্ষ্মীপুরে বৃদ্ধের পেট-আঙুল কাটা, মুখ থেঁতলানো লাশ উদ্ধার
লক্ষ্মীপুরে নিখোঁজ হওয়ার তিনদিন পর নুরনবী বেপারী (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। পেট-হাতের আঙুল কাটা, মুখ থেঁতলানো ও দাঁড়ি পোড়ানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শাকচরের হাজিরহাট এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত নুরনবী শাকচর গ্রামের বাসিন্দা। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় হাজিরহাটের উদ্দেশে বাড়ি থেকে বের হন নুরনবী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরের দিন সকালে নিখোঁজের ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবারের লোকজন। আজ সকালে স্থানীয়রা পরিত্যক্ত পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পেট-হাতের আঙুল কাটা, মুখ থেঁতলানো ও দাঁড়ি পোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে, নিহতের মেয়ে রৌশন আরা ও শিপন বেগম অভিযোগ করে বলেন, তাঁদের বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁরা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
নিহতের বড় ভাই আবু ছিদ্দিক বলেন, ‘আমার ভাই খুব ভালো লোক ছিল। তার সাথে কারো দ্বন্দ্ব ছিল না। পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার দাবি করছি।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।