পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৫
লক্ষ্মীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকা থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে থেকে একটি প্রাইভেটকার, ছিনতাই করা অটোরিকশা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আকাশ, শাহাদাত, আলীরাজ, নাজির মোল্লা ও সেলিম। পুলিশেরে দাবি, গ্রেপ্তার করা ব্যক্তিরা সবাই আন্তজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। এদের সবার বাড়ি ঢাকার সাভার এলাকায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, একটি প্রাইভেট কারে করে পাঁচজন ছিনতাইকারী স্থানীয় বেড়িরমাথা এলাকায় চালক সবুজের সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করেন। এ সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে তাঁর কাছ থেকে অটোরিকশা চাবি নিয়ে নিতে চায়। এদের মধ্যে দুজন অটোরিকশা নিয়ে চলে যায় আর বাকি তিনজন ওই চালকের মুখে নেশা জাতীয়দ্রব্য লাগিয়ে দেয়। কিন্তু চালক পুরোপুরি জ্ঞান হারানোর আগেই বিষয়টি গাড়ির মালিককে জানান। পরে খবর পেয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।