লক্ষ্মীপুরে ট্রাক্টরের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মালবোঝাই ট্রাক্টর ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা খাদে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন। আজ বুধবার দুপুর ১টার দিকে ফজু মিয়ারহাট-করুণানগর সড়কের চরঠিকা মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর এলাকার আলী আজমের ছেলে হারুনুর রশিদ (৪৫), আবুল কালামের স্ত্রী আমেনা বেগম (৬০) ও রিংকু (৪)। তারা ফজু মিয়ারহাট এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। নিহতরা সবাই পরস্পর আত্মীয়।
এদিকে আহত মারজাহান বেগমসহ চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় লাকড়িবোঝাই একটি ট্রাক্টর ট্রলি অটোরিকশাকে চাপা দেয়। একপর্যায়ে ট্রাক্টরটির ধাক্কায় অটোরিকশাটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন ও সদর হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন । দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও অটোরিকশা উদ্ধারের পর জব্দ করা হয়েছে। ট্রাক্টরচালককে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।