লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরে সন্দেহভাজন ডাকাতদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ সুমন নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তিনিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধ সুমনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক অন্য দুজন হলেন কামরুল হাসান রুবেল ও সিএনজিচালিত অটোরিকশাচালক সেলিম।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের দুই সদস্যও আহত হন। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই ) কামরুল ও কনস্টেবল মোক্তার। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
এসআই কামরুল জানান, বিনোদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছিল। এ সময় দত্তপাড়া ফাঁড়ির টহল পুলিশ ওই এলাকায় যাওয়ামাত্রই ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই সুমন গুলিবিদ্ধ হন। এ সময় তাদের দুই পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থা সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তখন সুমনের তিন সহযোগীকেও আটক করেন তাঁরা।
এসআই জানান, গুলিবিদ্ধ সুমন শীর্ষ সন্ত্রাসী নিহত জসিম ও লাদেন মাসুম বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও সুমন পুলিশের হাতে অস্ত্রসহ আটকের পর সংঘর্ষে তাঁর বাঁ পা হারিয়েছেন বলে জানান এই এসআই।