২০তম গ্র্যান্ড স্ল্যামের দ্বারপ্রান্তে ফেদেরার!
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের রেকর্ডটি অনেক আগেই নিজের করে নিয়েছিলেন রজার ফেদেরার। এবার সুইস এই টেনিস তারকার সামনে আছে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার হাতছানি। অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালের টিকেট পেয়ে গেছেন ফেদেরার। আর মাত্র একটি ম্যাচ জিতলেই ফেদেরার জিতে নেবেন ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্ল্যাম।
মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন শীর্ষ বাছাই স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। তবে সুইস তারকা ফেদেরার প্রায় বিনা বাধায় পৌঁছে গেছেন শিরোপার দ্বারপ্রান্তে। ২০তম গ্র্যান্ড স্ল্যাম থেকে মাত্র এক ম্যাচ দূরে এই সুইস তারকা। ফাইনালে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে ফেদেরারকে লড়তে হবে ক্রোয়েশিয়ার তারকা মারিন চিলিসের বিপক্ষে। চিলিস এবারই প্রথমবারের মতো উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।
সেমিফাইনালে ফেদেরার দক্ষিণ কোরিয়ার হিয়ন চুংকে ৬-১, ৫-২ গেমে সহজেই হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন। গত বছর ফেদেরার রাফায়েল নাদালের বিপক্ষে ফাইনালে জিতে ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পান। এরপর উইম্বলডনে জেতেন ১৯তম গ্র্যান্ড স্ল্যাম।
শিরোপা জিততে পারলে আরো একটি রেকর্ড ছুঁয়ে ফেলতে পারবেন ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে বেশি, ছয়টি শিরোপা জয়ের রেকর্ড এখন যৌথভাবে ভাগাভাগি করছেন রয় এমারসন ও নোভাক জকোভিচ। ফাইনালে জয় পেলে তাঁদের পাশে লেখা হবে ফেদেরারের নামটাও।