লক্ষ্মীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় দুজনকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. লিটন (২৮) ও শরীফ হোসেন (২৮) নামের দুই যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে মাদকসেবী শরীফের (৩০) বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে সদর উপজেলার টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতরা জানান, শরীফ দীর্ঘদিন ধরে টুমচর গ্রামে প্রকাশ্যে মাদক সেবন করে আসছেন। স্থানীয় প্রভাবশালী এক নেতার বাড়ির লোক হওয়ায় ভয়ে তাঁর বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। শনিবার রাতে স্থানীয় সবুজের দোকানে তিনি মাদক সেবন করছিলেন। এতে তাঁকে নিষেধ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দামা দিয়ে ওই দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
লক্ষ্মীপুর মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’