দুর্নীতির মামলায় লক্ষ্মীপুরে পিআইও গ্রেপ্তার
দুর্নীতির মামলায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার বিকেলে রায়পুর উপজেলা পরিষদের সামনে অবস্থিত ওই কর্মকর্তার ভাড়া বাসা লন্ডন ভিলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুদক ও পুলিশ সূত্র জানায়, জেলেদের চাল ও রাস্তার কাজ না করে টাকা আত্মসাৎ করার ঘটনায় ২০১১ সালের ১৯ জুলাই ও পরের বছরের ২৭ মার্চ রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়। রাঙ্গামাটি জেলা সিনিয়র বিশেষ জজ আদালতে দায়ের করা এসব মামলায় তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
আজ বিকেলে অভিযান চালিয়ে রায়পুরা থানা পুলিশের সহায়তায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।