হালিশহরে আগুন, পুড়ল ১২ বসতঘর
চট্টগ্রামের হালিশহরে ইসাক ডিপোর পেছনে কুমারপাড়া এলাকায় আগুনে ১২টি বসতঘর পুড়ে গেছে।
আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, একটি চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, নগরের আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।