এবার ৭২ ঘণ্টার হরতাল ২০ দলের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423236197.jpg)
চলমান অবরোধের মধ্যে আবারও হরতালের ডাক দিয়েছে ২০ দল। আজ শুক্রবার রাত ৯টার দিকে বিএনপির নেতৃত্বাধীন এই জোট রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৭২ ঘণ্টা হরতাল আহ্বান করেছে।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী হত্যা-নির্যাতনের প্রতিবাদ ও আটক দলীয় নেতা-কর্মীদের মুক্তিসহ নানা দাবিতে রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত চলমান অব্যাহত অবরোধ কর্মসূচির পাশাপাশি হরতাল পালিত হবে।
শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়ার পক্ষ থেকে নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি নেতা।
এর আগে বিকেলে ইসলামী ছাত্রশিবিরও রোববার সকাল ৬টা থেকে সারা দেশে টানা ২৪ ঘণ্টার হারতাল অহ্বান করে।