‘একাত্তরের প্রেতাত্মারাই মানুষ হত্যা করছে’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/13/photo-1423823747.jpg)
একাত্তরের প্রেতাত্মারাই এখন মানুষ হত্যা করতে নেমেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ শুক্রবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে নৌপরিবহনমন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘একাত্তরে যেভাবে পাকিস্তানিদের মোকাবিলা করেছি, আজও আমাদের সেভাবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’
শাজাহান খান বলেন, ‘সরকার আসবে সরকার যাবে, শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন এটাও মনে করি না। তাই বলে জঙ্গিদের হাতে এ দেশের মানুষ জীবন দেবে, তা হতে পারে না।’
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, রংপুর বিভাগের ডিআইজি হুমায়ুন কবীর, জেলা প্রশাসক ফরিদ আহমদ, পুলিশ সুপার আবদুর রাজ্জাকসহ রংপুর বিভাগের আট জেলার পরিবহন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।