লক্ষ্মীপুরে দুই পুলিশ সদস্যকে মারধর, একজন গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুই পুলিশ সদস্যকে মারধর করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে মামলা করার পর জাহাঙ্গীর আলম লিটন আকন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন ওরফে মো. আলী আখনের বড় ভাই।
আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই ওমর ফারুক ও কনস্টেবল মো. হাবীব। তাঁরা হাজীমারা পুলিশ ফাঁড়িতে কর্মরত।
পুলিশ জানায়, শনিবার দুপুরে মোটরসাইকেলে করে দুই পুলিশ সদস্য উপজেলার চরবংশী ইউনিয়নের আখন বাজার এলাকায় এক বাড়িতে আদালতের নোটিশ নিয়ে যাচ্ছিলেন। পশ্চিম চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সড়কের ওপর একটি অটোরিকশাকে সাইড দেন তাঁরা। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লিটনের গা ঘেঁষে যায় মোটরসাইকেলটি। একপর্যায়ে লিটন পুলিশ সদস্যদের অশালীন কথা বলেন। এরপর ওই দুই পুলিশ সদস্য মোটরসাইকেল থামিয়ে কারণ জানতে চান। এ সময় তাঁদেরকে এলোপাতাড়ি মারধর করেন লিটন।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, ‘রাতেই উপজেলার রাখালিয়া এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে পুলিশ। আসামি ঘটনার দায় স্বীকার করেছেন।’