নেত্রকোনায় শিশুকে ধর্ষণ, দুই কিশোর গ্রেপ্তার
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মামলা করার পর তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ঠাকুরাকোণা ইউনিয়নের দুই কিশোর গত ২৮ মে সন্ধ্যায় ৯ বছর বয়সী ওই শিশুটিকে খেলা করার কথা বলে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি এসে বিষয়টি তার মাকে জানায়। পরে শিশুটির মা বাদী হয়ে গতকাল বুধবার ওই দুই কিশোরের নাম উল্লেখ করে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মা বাদী হয়ে দুই কিশোরের নামে মামলা করায় পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।