লক্ষ্মীপুরে ধর্ষণের পর কিশোরীকে হত্যা!
লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি পুকুর থেকে আসমা আক্তার (১৪) নামের এক কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার শাকচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন নানি হালিমা বেগমের দায়িত্বে মেয়ে আসমাকে বাড়িতে রেখে কর্মস্থল ফেনীতে যান তার বাবা-মা। সন্ধ্যায় আসমাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করেন নানিসহ অন্য স্বজনরা। পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে আসমার দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা বিবস্ত্র অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারের পরে বেঁচে আছে ভেবে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মো. হানিফ ও নানি হালিমা বেগম অভিযোগ করেন, আসমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবদীন বলেন, আসমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের ঘটনা নিশ্চিত নয়; তবে ময়নাতদন্ত শেষে ধর্ষণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। যথাযথ তদন্তের পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।