যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি র্যাবের গুলিতে হত্যা
শেরপুরে আল-আমীন ফকির নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা সদরের চুনিয়ার চর গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত আল-আমীন ওই গ্রামেরই মজিবর রহমানের ছেলে।
পুলিশের দাবি, নিহত আল-আমীন সড়কে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি একজন মাদক ব্যবসায়ীও ছিলেন।
নিহতের পরিবারের দাবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা আল-আমীনকে গুলি করে হত্যা করেছে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আজ সকালে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে তাঁরা চুনিয়ার চর যান। সেখানে গিয়ে আল-আমীন ওরফে ফকির নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পান এবং উদ্ধার করে থানায় নিয়ে যান।
ওসি জানান, এ ব্যাপারে জামালপুরে দায়িত্বরত র্যাব কর্মকর্তার সঙ্গে তাঁদের কথা হয়েছে। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, রাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হয়েছে এবং র্যাবও গুলি চালিয়েছে। এ অবস্থায় কেউ মারা গেছে কি না তা র্যাব নিশ্চিত করতে পারেনি।
নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, দুই দল মাদক ব্যবসায়ী ও র্যাবের গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছেন আল-আমীন ফকির।
নিহত ফকির সম্পর্কে ওসি জানান, তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতি ও মাদকের মামলা রয়েছে।
এদিকে র্যাব ১৪-এর জামালপুরের কোম্পানি কমান্ডার রাজীব কুমার দে জানান, গতরাতে র্যাবের একটি দল চুনিয়ার চর এলাকায় গিয়েছিল। সে সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি হয়। র্যাব সেখানে দুই রাউন্ড গুলিও ছোঁড়ে। কিন্তু সে সময় কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি। পরে সকালে আল-আমীন নামের একজনের লাশ পুলিশ উদ্ধার করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।
এদিকে নিহত আল-আমীনের মা ও মামাতো ভাই জানান, আল-আমীনকে তাঁর ভাই সোহাগ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে নিয়ে যান। পরে তাঁরা শুনতে পান, র্যাব সোহাগকে গুলি করেছে। কিন্তু সকালে সোহাগের নয়, বাড়ির পাশের একটি হলুদ ক্ষেতে আল-আমীনের লাশ পড়ে থাকতে দেখেন।
নিহত আল-আমীনের মা ও ভাইয়ের দাবি, আল-আমীনকে র্যাব গুলি করে হত্যা করেছে।