লক্ষ্মীপুরে দুই যুবকের লাশ উদ্ধার
লক্ষ্ণীপুরে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার জেলার দুই এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।
যুবকদের নাম সাইফুল ও ফয়সাল ইসলাম। ময়না তদন্তের জন্য যুবকদের লাশ লক্ষ্ণীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর উপজেলার চন্দ্রগঞ্জের চরশাহী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের একটি পুকুর থেকে ফয়সাল নামে যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।
উপজেলার রাজাপুর গ্রামের একটি বাগান থেকে সাইফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, চরশাহী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের একটি পুকুরে ফয়সালের দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার রাতে স্ত্রীর সঙ্গে সাইফুলের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সকালেই বাড়ির পাশের বাগানে তাঁর মরদেহ ঝুলতে দেখে যায়। সাইফুলের ভাই সাহাবুদ্দিনের অভিযোগ সাইফুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মদ বলেন, ‘খবর পেয়ে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’