সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এবার টেন্ডার ছিনতাই মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/26/photo-1424963525.jpg)
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদের বিরুদ্ধে এবার টেন্ডার ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। তিনি একটি হত্যা মামলারও প্রধান আসামি।
আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানায় ওই মামলাটি করেন ঢাকার ধানমণ্ডি এলাকার ঠিকাদার এ এম শাহীন। তিনি মেসার্স গ্লোবাল কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লাইয়ার ও উদয় ট্রেডের প্রতিনিধি হিসেবে মামলাটি করেন।
মামলায় ছাত্রলীগ নেতা মাসুদ রানা এরশাদ ছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেকনিশিয়ান মো. মাহফুজসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, ঢাকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এসআইআর বিভাগ থেকে গত ১৭ ফেব্রুয়ারি ঠিকাদার এ এম শাহীন টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিনতলা বাথরুম নির্মাণকাজের শিডিউল কেনেন। শিডিউল জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল বৃহস্পতিবার। ওই শিডিউল, ব্যাংক গ্যারান্টি ও বিভিন্ন কাগজপত্রসহ ঠিকাদার শাহীন বেলা ১১টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাখা টেন্ডার বাক্সে জমা দিতে যান। এ সময় মাসুদ রানা এরশাদ, মাহফুজসহ অন্যান্য কয়েকজন ওই ঠিকাদারকে ঘিরে ধরে দরপত্র জমা দিতে বাধা দেন। এ সময় তাঁকে মারধর করে জোরপূর্বক দরপত্র ও ব্যাংক গ্যারান্টিসহ যাবতীয় কাগজপত্র, মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গত বছর ৩ সেপ্টেম্বর গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলিম নামের একজন নিহত হন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদসহ দুজনকে গ্রেপ্তার করে।
পরে মাসুদ রানা এরশাদকে প্রধান আসামি করে ৪০ জনের নামে কালিয়াকৈর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়। সম্প্রতি ওই মামলায় আদালতের জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন ছাত্রলীগ নেতা মাসুদ রানা।
এ ছাড়া গত বছর ১৮ জানুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর রাজবাড়ি রোডের পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় সাগর নামে একজনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় সাগরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এ ঘটনায়ও মাসুদ রানা এরশাদসহ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।