ডিসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনিসুল, সাঈদ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/27/photo-1424986313.jpg)
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যবসায়ী আনিসুল হক এবং সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনের নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুই প্রার্থীর সঙ্গে গণভবনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে, ঢাকার দুই সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে আরো দুই সপ্তাহ সময় লাগবে বলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম গত মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে ১৬ ফেব্রুয়ারি দ্রুত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তিনি এ তাগিদ দেন।
২০১১ সালের ২৯ নভেম্বর স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধনী বিল), ২০১১ পাসের মাধ্যমে বিলুপ্ত করা হয় ঢাকা সিটি করপোরেশন। এর পর ৩৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ৫৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠন করা হয়। এর পর নির্বাচন না হওয়া পর্যন্ত দুই অংশের জন্য দুই প্রশাসন নিয়োগ দেয় সরকার, যাঁদের মেয়াদ ১৮০ দিন। ফলে দীর্ঘ সময় নির্বাচন না হওয়ায় দফায় দফায় বদল হয়েছেন প্রশাসকরা।