ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটারের যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে দাউদকান্দি হয়ে ইলিয়টগঞ্জ পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সপ্তাহব্যাপী হরতাল শেষে আজ শুক্রবার ছুটির দিনে একসাথে অনেক গাড়ি রাস্তায় নামার কারণেই এই দীর্ঘ যানজট সৃষ্টি হয় বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লা পুলিশ নিয়ন্ত্রণকক্ষের অপারেটর এমদাদ জানান, মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপে ভোর থেকেই কুমিল্লার বিভিন্ন অংশে থেমে থেমে যানজট হয়। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়ে। এতে যানজটের তীব্রতাও বাড়ে। দুপুর ১টায় কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে দাউদকান্দি হয়ে ইলিয়টগঞ্জ পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বিকেলে যানজটের তীব্রতা কমে এসেছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে।