রাজার সনদ বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন
বান্দরবানে রাজার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জেলার বাঙালি সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে পার্বত্য নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, সম-অধিকার আন্দোলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়। এ সময় বক্তব্য দেন পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি আতিকুর রহমান, বাঙালি ছাত্র পরিষদের জেলা আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম এবং কলেজছাত্র পরিষদের সভাপতি মামুন রেজা প্রমুখ।
কর্মসূচিতে নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান বলেন, জেলা প্রশাসক সনদ ও চেয়ারম্যান সনদপত্র থাকার পর রাজার সনদপত্রের কোনো প্রয়োজন হয় না। পার্বত্যাঞ্চলে রাজার সনদের নামে বাঙালিদের হয়রানি করা হচ্ছে।
আতিকুর বলেন, ত্রিপুরা কিশোরী ধর্ষণ নাটকের অন্তরালে লামা বনফুর বিজিবি ক্যাম্প প্রত্যাহারের ষড়যন্ত্র চালানো হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবর্তী এলাকাগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প আরো বাড়ানোর দাবি জানাচ্ছি।
গত ২৩ আগস্ট বৃহস্পতিবার রাতে দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বিজিবি ক্যাম্পের দুই বিজিবির সদস্যের বিরুদ্ধে লামা থানায় মামলা করা হয়।