চট্টগ্রামে সোনার ২০০ বার জব্দ
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যাগ তল্লাশি করে ২০০টি সোনার বার ও ৮৭ কেজি শিসা জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা।
এয়ারপোর্ট ম্যানেজার স্কয়াড্রন লিডার নূরে আলম জানান, গতকাল সোমবার রাত দেড়টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে কয়েকটি ব্যাগ বিমানবন্দরে আসে। এসব লাগেজ কার্গো শাখায় রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সকালে ব্যাগগুলো তল্লাশি করা হয়। ব্যাগে ২০০টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার ওজন সাড়ে ২৩ কেজি। বাজার মূল্য ১০ কোটি টাকা। এ ছাড়া আরো একটি লাগেজে ১৭৪টি কার্টনে রাখা ৮৭ কেজি শিসা জব্দ করা হয়। এসব শিসার বাজার মূল্য এক কোটি ৫৬ লাখ টাকা বলে জানান নূরে আলম।